Biggest Money Mistake – ৫ টি সবচেয়ে বড় অর্থ সম্পর্কিত ভুল সিদ্ধান্ত যার জন্যে আমরা কোটিপতি হতে পারছিনা

নিজের জীবনে আর্থিক শৃঙ্খলা এবং তার সম্পর্কিত সঠিক জ্ঞান থাকা অবশ্যক এটি শুধুমাত্র আপনার অর্থ বৃদ্ধিতে নয় জীবনযাত্রার মানও উচ্চ পর্যায়ে নিয়ে যেতে সাহায্য করে ।

নিচে তালিকাভুক্ত কয়েকটি ভুল উল্লেখ আছে যা হয়ত কোন সময় আমাদের বাবা-মা বা আত্মীয়-স্বজনরা করে এসেছে এতদিন ধরে ।

১. কোন আর্থিক পরিকল্পনা ছাড়াই জীবন যাপন করছেন

আমাদের বেশিরভাগ ভারতীয়দের একটি অভ্যেস আছে প্রয়োজনমতো খরচা করা এবং সময়মত পরিকল্পনা না করা । আর্থিক পরিকল্পনা ঢাকা খুবই আবশ্যক এটি আপনাকে ভবিষ্যতে সুরক্ষিত রাখতে সাহায্য করে। আমরা চাকরি করি বা না করি অবসরের পর জীবন নির্বাহ করার পরিকল্পনা অবশ্যই সময় থাকতে করা উচিত।

২. বাড়িতে বা আদ্দিকালের সেভিং একাউন্টে টাকা পচানো

আমরা অনেকেই খাটের তলায় গদির নিচে দেয়ালের ভাঁজে, এমন জায়গায় টাকা রাখি । আর তা যদি নাও রাখি সাধারণ সেভিং একাউন্টে বছরের পর বছর ধরে টাকা পচতে থাকে, যেখানে সুদের হার খুবই কম।

আপনার টাকা বিভিন্ন ক্ষেত্রে ছড়িয়ে দিন যেমন স্টক মার্কেট, বন্ড, গোল্ড, এসআইপি । এমন করলে কোন একটা ক্ষেত্র যখন নিম্নমুখী হবে তাতে আপনার সম্পূর্ণ মূলধনের উপরে প্রভাব পড়বে না। প্রত্যেক মাসে ন্যূনতম ১০০ টাকা দিয়ে শুরু করে Upstox বা Zerodha তে একটা এসআইপি অবশ্যই করতে পারেন। এখানে যদি কোন মাসে আপনি টাকা নাও দিতে পারেন ইন্সুরেন্স কোম্পানির মত কোন ফাইন কাটবেনা।

৩. অল্প বয়সে বিনিয়োগ না করার ভুল

অল্প বয়সে অনেকেই ভাবে গোল্ড বা বন্ডে বিনিয়োগ বয়স্কদের জন্য । অল্পবয়সীরা তাদের সমস্ত অর্থ খরচ করতেই বেশি পছন্দ করে। আর্থিক বিশেষজ্ঞদের মতে আপনার বয়স যত কম হবে কম্পাউন্ডের সুবিধা আপনি তত বেশি পাবেন ।

৪. আমরা বেশিরভাগই কোটিপতি হতে পারিনা ছোট্ট ভুলের কারণে

কিন্তু এখন কোটিপতি হওয়া এতটাও কঠিন কাজ নয়। উদাহরণস্বরূপ আপনি মাসে যদি ১৫০০ টাকা বিনিয়োগ করেন SIP তে ৩০ বছর ধরে ১৫% সুদের হারে । তাহলে আপনি ইনভেস্ট করছেন ৫,৪০,০০০ টাকা, আর মোট রিটার্ন আসবে ৯৯,৭৪,৭৩১ টাকা, সর্বশেষে আপনার মোট টাকার পরিমান হচ্ছে ১,০৫,১৪,৭৩১ টাকা । অর্থাৎ যত কম বয়সে আপনি বিনিয়োগ করবেন ততই বেশি সুবিধা । আর এটা অবশ্যই মনে রাখবেন ৩০ বছর বেশি হোক বা কম অতিবাহিত অবশ্যই হবে বিনিয়োগ করলে আপনার লাভ ।

৫. অকারনে লোন নেওয়া

আমাদের মনে রাখতে হবে ব্যাংক লোন দেয় আমাদের সুবিধার্থে নয় ব্যাংকের নিজের সুবিধার্থে । আর এখন অনেকেই বিজ্ঞাপনের প্রলোভনে এসে লোন বা এমআই এর উপর খুব বেশিই নির্ভরশীল হয়ে পড়ছে । ব্যাংক সবাইকে লোন দেয় না আপনি ভাবছেন আপনি ভাগ্যবান ব্যাংক আপনাকে লোন দিচ্ছে কিন্তু সত্য তো এটাই ব্যাংক আপনাকে লোন দিচ্ছে কারণ আপনার লোন শোধ করার ক্ষমতা আছে যাদের ক্ষমতা নেই তারা পায় না আর আমরা মনে করি নিজেকে ভাগ্যবান তাদের থেকে । আর এই ভাবেই ব্যাংকের প্রলোভনে পড়ে সমস্ত জিনিসপত্র ইএমআইতে নিয়ে ফেলি । এটা কোন সুবিধা নয় এটা একটা ভয়ঙ্কর অভ্যাসে পরিণত করানো হচ্ছে মানুষকে, বিভিন্ন বিজ্ঞাপনের মাধ্যমে যেমন নো কস্ট ইএমআই, নো প্রসেসিং ফি । এভাবে চলতে থাকলে মৃত্যুর আগে পর্যন্ত আপনি লোনের ইএমআই পরিশোধ করে যাবেন।

আমাদের দেওয়া তথ্য ভালো লাগলে শেয়ার করুন । বাঙ্গালীদের আর্থিক মানসিকতার বিকাশই আমাদের লক্ষ্য।

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.