বদলে গেল সমস্ত পরিস্থিতি অগ্নিপথ স্কিমের এতদিন যে বিরোধিতা তা ভুল প্রমাণিত করে সঠিক নিয়মের সাথে যুব প্রজন্ম আবেদন করলো ভারতীয় বায়ু সেনায় যার সংখ্যা সাত ৭.৫ লক্ষ।
২৪ জুন থেকে এই প্রক্রিয়া শুরু হয়েছিল যাতে অভূতপূর্ব সাড়া পাওয়া গেল। ইন্ডিয়ান এয়ার ফোর্সে এতদিন পর্যন্ত আবেদনকারীর সংখ্যা ছিল ৬,৩৯,৫২৮। যা এই বছর পুরোপুরিভাবে অতিক্রম করে গিয়েছে। এ বছর আবেদন প্রার্থীর সংখ্যা ৭,৪৯,৮৯৯।
হিংসার যে রূপ কিছুদিন আগেই দেখা গেছিল পরিষ্কার হয়ে গেল যে মানুষ কি চায়। হ্যাঁ কিছু ভুল অবশ্যই ছিল এই প্রকল্পে কিন্তু তার জন্য পুরো প্রকল্পকেই বাতিল করা একদমই উচিত নয়।
কারা করতে পারবে আবেদন?
অগ্নিপথ স্কিমের নিয়োগের ক্ষেত্রে নেপাল ও ভারতের অবিবাহিত পুরুষদের আবেদনই নেওয়া হচ্ছে। কিন্তু বয়সের সময়সীমা যা ছিল ১৭.৫ বছর থেকে ২১ বছর পর্যন্ত তা ২০২২ সালের অগ্নিবীর দের জন্য বাড়িয়ে করা হয়েছে ২৩ বছর। আগামী বছর থেকে এই ধরনের কোন সুযোগ সুবিধা দেওয়া হবে না।