১ জুলাই থেকেই শুরু হচ্ছে নতুন নিয়ম অনলাইনে কেনাকাটা বিভিন্ন প্লাটফর্মে যেমন অ্যামাজন ফ্লিপকার্ট সুইগী যেগুলো আমরা নিয়মিত ট্রানজেকশন করি।
এতদিন যে ব্যবস্থা ছিল যে কোন ওয়েব সাইটে বা এপে কেনাকাটার সময় একবার আমাদের কার্ড তথ্য দিলে প্রত্যেকবার কেনাকাটার সময় সেই ওয়েবসাইটে আর দিতে হতো না। অর্থাৎ আমাদের কার্ড তথ্য সেই ওয়েবসাইট সেভ করে রাখত।
কিন্তু আরবিআই এর নির্দেশ অনুযায়ী ৩০ জুনের পর থেকে কোন সংস্থা ই কোন কার্ড তথ্য নিজেদের কাছে সংরক্ষণ করতে পারবেনা এবং যা সংরক্ষিত আছে সেগুলো মুছে ফেলতে হবে।
এখন বিভিন্ন অনলাইন সংস্থাগুলি গ্রাহকদের দ্রুত কেনাকাটায় সাহায্য করতে এই কার্ড ডিটেলস সংরক্ষিত করে রাখত। কিন্তু এমন অনেক ঘটনা বিগত কয়েক বছরে ঘটে গেছে যেখানে ওয়েবসাইটের তথ্য লিক করে ডার্ক ওয়েবে বিক্রি করা হয়। অর্থাৎ সেখানে আমার আপনার ক্রেডিট অথবা ডেবিট কার্ড তথ্য বিদেশ থেকে যে কেউ কিনতে পারে। এইভাবে তথ্য চুরি আটকাতেই রিজার্ভ ব্যাঙ্ক এই পদক্ষেপ গ্রহণ করেছে। এবং নতুন টোকেনিজেশন প্রযুক্তি এনেছে ।
কি এই Tokenization?
রিজার্ভ ব্যাংকের তথ্য অনুযায়ী যেকোনো কেনাকাটার সময় গ্রাহকরা ক্রেডিট অথবা ডেবিট কার্ডের তথ্য দেওয়ার বদলে অটিপির মত একটি কোড ব্যবহার করবেন । আপনার ব্যাংক থেকেই এই টোকেন আপনাকে দেওয়া হবে আর আপনার কার্ডের বিকল্প হিসাবে এই টোকেন আপনি ব্যবহার করবেন যেকোনো কেনাকাটায় কার্ড এর বিকল্পে। রিজার্ভ ব্যাংকের নোটিশ অনুযায়ী ১ জুলাই এর পর থেকে ব্যাংক এবং গ্রাহক ছাড়া অন্য কোন থার্ড পার্টি সংস্থা কার্ডের তথ্য নিজেদের সার্ভারে সংরক্ষণ করতে পারবেনা।
কিভাবে ব্যবহার করব?
১ জুলাইতে Tokenization চালু হয়ে গেলে আমরা একটি বিস্তারিত আর্টিকেলে স্টেপ বাই স্টেপ কিভাবে ব্যবহার করতে হবে তার বিবরণ দিয়ে দেব।