এতোদিন শুধু ব্র্যান্ডেড চাল ও গমের উপর জিএসটি নেওয়া হতো, কিন্তু এখন থেকে নন-ব্র্যান্ডেড চাল গমের উপর ৫ শতাংশ জিএসটি নেওয়া হবে এর ফলে চাল গমের দাম যা ছিল তার থেকে আরো বাড়তে চলেছে এবং দই, মাছ, মাংস, পনির এর মত লেবেল ফুড আইটেমের উপরেও ৫ শতাংশ করে জিএসটি বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।
নতুন জিএসটি নিয়মে দাম বাড়লো কোন জিনিসের?
- শুকনো খাবার, গম, আটা, গুড়, সবজি, মুড়ি এবং বিভিন্ন অর্গানিক ফুড এর উপর ৫% জিএসটি নেওয়ার সিদ্ধান্ত হয়েছে
- ব্যাংকের নতুন চেকবুক ইস্যু করার সময় যে ফ্রি নেওয়া হতো তার উপরেও দিতে হবে জিএসটি ।
- ছুরি, চামচ, ডিয়ারি মেশিনারি, এলইডি বাল্ব, টেবিলের উপরে আগে ছিল ১২ শতাংশ জিএসটি এখন বাড়িয়ে ১৮ শতাংশ করা হয়েছে।
- অনেকেই বিভিন্ন হোটেল রুম রেন্ট নেয় এই সেক্টরেও ১২% জিএসটি নেওয়া হবে ।
দাম কমলো কোন কোন জিনিসের?
- মালপত্র টানা পণ্যবাহী গাড়ির ক্ষেত্রে আগে জিএসটি ছিল ১৮ শতাংশ এখন কমিয়ে ১২ শতাংশ করা হয়েছে।
- রপওয়ে তে যদি চোরে থাকেন দিতে হতো এতদিন ১৮ শতাংশ জিএসটি এখন কমিয়ে করা হয়েছে ৫ শতাংশ ।
- অর্থোপেডিক যন্ত্রপাতির উপরে আগে ছিল ১২ শতাংশ এখন কমিয়ে শুধু মাত্র ৫ শতাংশ করা হয়েছে
কিন্তু যে জিনিসের খুব দরকার যেমন তেলের উপর যদি জিএসটি বসানো যেত দাম অনেক কমার সম্ভাবনা ছিল, রাজ্যকে এ বিষয়ে একটু ভাবা উচিত ।
ব্যবসা এবং অর্থনীতি সম্পর্কিত খবরাখবর বাংলায় পেতে FinBangla সাথে যুক্ত থাকুন ।