HDFC Milinia Credit Card: পাবেন ৫ শতাংশ ছাড় অ্যামাজন ফ্লিপকার্টে কেনাকাটায় এই ক্রেডিট কার্ডে

HDFC Milinia কার্ডে কি সুযোগ আছে?

আপনি পাবেন ৫ শতাংশ ক্যাশব্যাক কিছু সিলেক্টেড মার্চেন্ট থেকে কেনাকাটা করলে যেমন Amazon, BookMyShow, Flipkart, Myntra, swiggy, Zomato, uber, Tataklclick, curl.fit

এই প্ল্যাটফর্ম গুলি ছাড়া বাকি সমস্ত জায়গা থেকে কেনাকাটা করলে পাবেন ১% ক্যাশব্যাক । ইএমআই এবং যেকোনো ওয়ালেটে যেমন পেটিএম ফোনপে তে টাকা লোড করলেও থাকছে ১% ক্যাশব্যাক । শুধুমাত্র পেট্রোল পাম্প ছাড়া ।

HDFC Milinia Credit Card
Credit: My 4 year old card
আমি কি যত ইচ্ছা কেনাকাটি করে এই ক্যাশব্যাক যতইচ্ছা পেতে পারি Milinia Card দিয়ে?

না এটা সম্ভব নয়, একটা বিলিং সাইকেলে ৫% ক্যাটাগরির ওয়েব সাইটগুলি থেকে ১০০০ টাকা সর্বোচ্চ ক্যাশব্যাক আপনি পেতে পারেন ।

আর ১% ক্যাটাগরির হিসেবে আরো ১০০০ টাকা সর্বোচ্চ ক্যাশব্যাক আপনি পেতে পারেন ।

আমি সর্বোচ্চ কত টাকার ক্যাশব্যাক ইনকাম করতে পারব এই ক্রেডিট কার্ড দিয়ে?

এখানে দুটো ক্যাটাগরি আছে ৫% এবং ১% ।

আর একটা বিলিং সাইকেলে ২০০০ টাকা মোট ক্যাশব্যাক আপনি পেতে পারেন । আর এই হিসেবে এক বছরে আপনি মোট ২৪,০০০ টাকা ক্যাশব্যাক পেতে পারেন ।

তো আপনি যতই কেনাকাটা করে নিন ৫% হিসেবে ১০০০ টাকার বেশি এবং ১% হিসাবে ১০০০ টাকার বেশি ক্যাশব্যাক একটা বিলিং সাইকেলে আপনাকে দেওয়া হবে না ।

Welcome latter
Milinia Credit Card এর এই ক্যাশব্যাক কিভাবে বের করতে পারবো?

একটা ক্যাশব্যাক অর্থাৎ এক টাকা । এটি ক্রেডিট কার্ডের Rewards সেকশনে জমা হবে এবং এর বৈধতা থাকবে দুই বছর । ন্যূনতম ৫০০ পয়েন্ট হলেই আপনি বের করতে পারবেন এবং এই টাকা আপনি ক্রেডিট কার্ডের লিমিটের সেকশন এর মধ্যেই পেয়ে যাবেন অর্থাৎ এই টাকা দিয়ে আপনি যা কিছু কিনতে পারেন অথবা বিল শোধ করতে পারেন ।

কিভাবে পাব এই ক্রেডিট কার্ড?

আপনি সরাসরি ওয়েবসাইটে এপ্লাই করতে পারেন অথবা ব্রাঞ্চে যোগাযোগ করতে পারেন । দুইভাবে এই কার্ড আপনি পেতে পারেন, এক আপনার কাছে ইনকাম ট্যাক্স রিটার্ন থাকা জরুরি আর তা না থাকলে আপনার কাছে অন্য ব্যাংকের ক্রেডিট কার্ড থাকা জরুরি ।

এ ছাড়াও আরেকটি উপায় আছে এই ব্যাংকে আপনার একাউন্ট থাকতে হবে এবং রিলেশন খুব ভালো থাকা দরকার, যেমন ব্যাংকের ট্রানজেকশন একটু বেশি হলে চান্স খুব বেশি থাকে । এক্ষেত্রে ব্রাঞ্চে গিয়ে বললেই ওরা সরাসরি এপ্লাই করে দিতে পারে।

HDFC Milinia Credit Card
HDFC Milinia Credit Card

১ নভেম্বর ২০২১ এরপরের থেকে এই কার্ডে নতুন নিয়ম চালু হয়েছে আর যতগুলো নিয়ম আমি বললাম এগুলি নতুন নিয়মের অধীনে।

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.