অনেকেই নিজের ঘর ভাড়ার পেমেন্ট এইচডিএফসি ব্যাঙ্কের ক্রেডিট কার্ড দিয়ে করে থাকে এতে অনেক সুবিধা পাওয়া যায় যেমন এটা অনলাইন এর মাধ্যমে হচ্ছে, যার ফলে প্রত্যেক মাসের ভাড়ার একটা প্রমাণ তো অবশ্যই থাকে এছাড়াও এইচডিএফসি ব্যাংক ঘর ভাড়ার পেমেন্টের উপর রিওয়ার্ড পয়েন্ট দেয় তাতে মাসে বিভিন্ন কার্ড অনুযায়ী ১০০০ টাকা থেকে ৩০০০ টাকা পর্যন্ত বাঁচিয়ে ফেলতেন গ্রাহকরা।
অনেক কাস্টমারকেই ইমেইলের মাধ্যমে এইচডিএফসি ব্যাঙ্ক জানিয়ে দিয়েছে, যারা মিলিনিয়া ক্রেডিট কার্ড ব্যবহার করে, তাদের এতদিন দেওয়া হতো সর্বোচ্চ ১০০০ রিওয়ার্ডস পয়েন্ট প্রত্যেক মাসে। এখানে একটা রিওয়ার্ড পয়েন্টস এর মূল্য ১ টাকা। সেটা কমিয়ে সর্বোচ্চ ৫০০ রিয়ার্ড পয়েন্টস দেওয়া হবে প্রত্যেক মাসে এবং এটা চালু হবে ২৩ জুলাই পর থেকে।
তো আপনার কাছে যদি HDFC ব্যাংকের কোনো ক্রেডিট কার্ড থাকে তাহলে আপনিও রেন্ট পে করে অনেক টাকা সঞ্চয় করতে পারবেন, যদি আপনি ক্রেডিট কার্ড গ্রাহক না হয়ে থাকেন তাহলে HDFC Milinia Credit Card টি দেখতে পারেন।