এখন মোটামুটি সবারই একটি পলিসি থাকে সেটা হতে পারে এলআইসি বা অন্য কোন পলিসি, কিন্তু এলআইসির সংখ্যা অনেক বেশি। আর প্রত্যেক বছর বা মাস অনুযায়ী আমাদের পলিসি রিনিউ করতেই হয়। কেমন হয় সেই টাকার উপরে যদি আমরা কিছু কমিশন পাই তাহলে বছরের শেষে টাকাটা কিন্তু অনেক হয়ে দাঁড়ায় ।
হ্যাঁ অনেক সময় অনেক পেমেন্ট অ্যাপ যেমন PayTm, PhonePe তে এমন অনেক অফার থাকে প্রিমিয়াম পেয়ে করার উপর কিন্তু এগুলো সীমিত সময়ের জন্য অর্থাৎ এটি কোন সঠিক এবং পার্মানেন্ট উপায় নয় ।
এখানে কিছু ক্রেডিট কার্ড ব্যবহার করে আমরা এলআইসির উপরে কমিশন পাবো |
ICICI Amazon Pay Credit Card
- Amazon অ্যাপ এর মধ্যে Amazon Pay সেকশনে গিয়ে আপনি এই কার্ড ব্যবহার করে LIC বিল পেমেন্ট যদি করেন তাহলে আনলিমিটেড ২ % ক্যাশব্যাক পাবেন |
- এই কার্ড সারা জীবন ফ্রি অর্থাৎ একবার এই কার্ড পাওয়ার পরে আপনাকে বছর বছর কখনো এই কার্ডের জন্য কোন টাকা দিতে হবে না অন্য কার্ডের মত।
- LIC ছাড়া অ্যামাজন পে থেকে আপনি যদি রিচার্জ বা অন্য বিল পেমেন্ট করেন তাহলেও থাকছে ২% কমিশন ।
- অন্য কার্ডের মত এই Cashback কমিশনের কোন লিমিট নেই যদি আপনি এক লাখ টাকার বিল পেমেন্ট করেন তাহলে পাবেন ২০০০ টাকা ।
- এই কমিশনের টাকা আপনি পেয়ে যাবেন প্রত্যেক মাসে আপনার অ্যামাজন পে ব্যালেন্স এর মধ্যে । 100 টাকা কমিশন হলে 100 টাকাই আপনি পাবেন আমাজন পে ব্যালেন্সে এবং সেটি পরবর্তীকালে বিল পেমেন্ট বা অ্যামাজনে কেনাকাটায় ব্যবহার করতে পারবেন ।
এই কার্ড কিভাবে পেতে পারি?
এর জন্য বাকি যে কোন ক্রেডিট কার্ডের মত আপনার আইটিআর প্রয়োজন অথবা স্যালারি স্লিপ প্রয়োজন । আর তা যদি না থাকে আপনি ICICI এর ব্রাঞ্চে গিয়ে ১০ বা ২০ হাজার টাকার একটি ফিক্সড ডিপোজিট করিয়ে তার উপর একটি সাধারণ ICICI ব্যাংকের ক্রেডিট কার্ড পেতে পারেন ।
এবার আপনার কাছে যদি প্রথমেই ICICI ব্যাংকের একটি যেকোনো ক্রেডিট কার্ড থাকে । তারপর অনলাইনে ICICI Amazon Pay Card আবেদন করলে আপনি খুব শীঘ্রই পেয়ে যাবেন ।
এছাড়াও কিছু অন্য ব্যাংকের কার্ড আছে যেমন SBI Simply Click Credit Card কিন্তু এতে এত বেশি ক্যাশব্যাক পাওয়া যায়না ।