Zero Balance Account Charges: নতুন নিয়মে কাটতে চলেছে জিরো ব্যালেন্স একাউন্টেও এই ফি

যদি অনলাইন থেকে বা লোকাল কোন কাস্টমার সার্ভিস ব্রাঞ্চ থেকে ইন্ডিয়ান পোস্ট জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট খোলেন তার সাথে ফ্রি ভার্চুয়াল ডেবিট কার্ড (VDC) দেওয়া হয়, যার জন্য কোন অতিরিক্ত ফি নেওয়া হয় না, এটি লাইফ টাইম ফ্রি কার্ড হয় । এই ধরনের কার্ড আপনার বাড়িতে আসে না আপনি ব্যাংকের মোবাইল অ্যাপেই লগইন করে দেখতে পারেন ।

ভার্চুয়াল ডেবিট কার্ড কিভাবে পাওয়া যায়?

অনেক সরকারি এবং বেসরকারি ব্যাংকেই এই ভার্চুয়াল কার্ড দেওয়া হয়। কিন্তু ইন্ডিয়ান পোস্ট জিরো ব্যালেন্স একাউন্ট যদি আপনি খোলেন এই ভার্চুয়াল কার্ড অ্যাপ এর মধ্যেই থাকে ।

১৫ জুলাই এর পর থেকে নতুন নিয়ম অনুযায়ী পঁচিশ টাকা প্রতিবছর এই ভার্চুয়াল কার্ডের জন্য ফি কাটা হবে। যদি আপনি কার্ড পার্মানেন্ট ব্লক বা বন্ধ করে আবার চালু করেন সেক্ষেত্রেও নতুন কার্ড চালু করার সময় ২৫ টাকা কাটা হবে।

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.