সুরক্ষার ক্ষেত্রে অনেকেই এলআইসি বেছে নেয়। ২০২১ সালে গত বছরে এলআইসি চালু করেছিল এই স্কিম এলআইসি ধন রেখা পলিসি এবং সর্বশেষে থাকছে একটি গুরুত্বপূর্ণ তথ্য ।
মহিলাদের জন্য বিশেষ সুবিধা?
হ্যাঁ, ধন রেখা একটি ব্যক্তিগত জীবন বীমা পলিসি এখানে দুই ধরনের প্রিমিয়াম দেওয়ার সুবিধা আছে প্রথম আপনি একবার সব টাকা মিটিয়ে দিতে পারেন অথবা সীমিত প্রিমিয়াম এর বিকল্প বেছে নিতে পারেন । এবং হ্যাঁ যদি এই বীমা আপনার বাড়ির মহিলাদের নামে নেন তাহলে প্রিমিয়ামের হার কম হবে।
আমি কি এই পলিসি নিতে পারি?
যে কোন ভারতীয় নাগরিক এই পলিসি কিনতে পারবে। চেষ্টা করবেন কোন মহিলার নামে এই এই পলিসি নেওয়ার কারণ তাতেই থাকছে সর্বাধিক সুবিধা।
এই বীমার বৈশিষ্ট্য কি?
ধন রেখা একটি মানি ব্যাক পলিসি এবং এর সাথেই আপনি পাবেন গ্যারান্টেড বোনাস। আর এই ধরনের পলিসিতে খুব বিশেষ সুবিধা থাকেনা। কিন্তু হ্যাঁ মহিলা দের জন্য এটি বিশেষভাবে বানানো হয়েছে।
এই পলিসি নেওয়া উচিত?
একবার আপনার নিকটবর্তী এলআইসি এজেন্টকে কল করে বাড়ি ডাকতে পারেন এবং শুনে দেখতে পারেন কত কম টাকায় মহিলাদের জন্য এই সুবিধা পাব। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই আপনার এই ধরনের মানি ব্যাক পলিসি থেকে দূরে থাকাই উচিত। কারণ লামসাম গ্যারান্টেড একটি টাকা আপনি পাবেন কিন্তু তার সাথে যে বোনাস থাকছে সেটি কিন্তু কোন সময় ফিক্সট নয় অর্থাৎ ম্যাচিউরিটির সময় এটি বাড়তেও পারে অথবা কমতেও পারে। তো পলিসি যদি নিতেই হয় একটি টার্ম ইন্সুরেন্স পলিসি আপনি দেখতে পারেন।
গুরুত্বপূর্ণ তথ্য
মজার ব্যাপার এটাই যে যদি আপনি আপনার এলআইসি এজেন্ট এর কাছে টার্ম ইন্সুরেন্স এর ব্যাপারে জিজ্ঞেস করেন তাহলে দেখবেন কিভাবে তারা এটা এড়িয়ে যায়। কারণ আপনি যদি টার্ম ইন্সুরেন্স নেন তাহলে সুবিধা আপনার, এজেন্টের নয়। সাধারণ যেকোনো পলিসিতে এজেন্টদের কমিশন খুব বেশি থাকে। আপনার প্রথম মাসের প্রিমিয়ামের বেশিরভাগটাই পায় বীমা কোম্পানির এজেন্টরাই ।