সরকারের নতুন নিয়ম অনুসারে ১ জুলাই থেকে বড়সড় পরিবর্তন শুরু হয়ে গেছে, যা সাধারণ মানুষের জানা খুবই প্রয়োজন। ক্রমানুসারে সব তথ্য নিচে দেওয়া হল।
১ Demat Account Deactivate: শেয়ার কেনাবেচার একাউন্ট হবে বন্ধ
স্টক বা মিউচুয়াল ফান্ড সবকিছুই কিনতে লাগে ডিম্যাট একাউন্ট। সরকার ডিমাট একাউন্টের কেওয়াইসি করার সময়সীমা দিয়েছিল ৩০ জুন পর্যন্ত, কিছু প্রয়োজনীয় তথ্য সরকার চেয়েছিল যেমন আয়ের সীমা, মোবাইল নাম্বার, বৈধ ইমেল আইডি এবং সাধারন কিছু ইনফরমেশন। যারা কেওয়াইসি আপডেট করেনি তাদের অনেকেরই একাউন্ট বন্ধ হয়ে যাওয়া শুরু হয়ে গেছে।
২ PAN-Aadhaar Link – প্যান আধার লিংক না করালে জরিমানা
CBDT নির্দেশ অনুসারে যারা ১ জুলাই থেকে পরের বছর ৩১ মার্চ পর্যন্ত প্যান কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করাবেন তাদের ৫০০ টাকা জরিমানার পরিবর্তে এবার ১০০০ টাকা জরিমানা দিতে হবে। বিগত বছর ধরেই সরকার ঘোষণা করছে প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিংক করার জন্যে।
৩. Income Tax Rule: প্রভাবশালী, ডাক্তারদের জন্য নিয়ম পরিবর্তন
প্রভাবশালী ব্যক্তি, ডাক্তার এবং অন্যান্য ব্যক্তি যারা যেকোন কোম্পানি থেকে বিনামূল্যে জিনিস পায়, তাদেরকে এক জুলাই থেকে প্রাপ্তির জন্য জিনিসের উপর কর দিতে হবে। 194R একটি নতুন ধারা সংযোজন করেছে সেই ধারা অনুযায়ী এই ধরনের সুবিধা যারা পাবে তাদেরকে ১০% টিডিএস সরকারকে দিতে হবে ।
৪ LPG Cylinder – দাম কমলো গ্যাসের
শুক্রবার এক জুলাই থেকে কার্যকর করা হয়েছে এই নিয়ম। বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম দিল্লিতে ১৯৮ টাকা কমানো হয়েছে, কলকাতায় দাম কমে হয়েছে ১৮২ টাকা, চেন্নাইতে ১৮৭ টাকা এবং মুম্বাইতে ১৯০.৫০ পয়সা । কিন্তু না যা ভাবছেন তা না ঘরোয়া রান্নার গ্যাসের দাম কমানো হয়নি।