রাজ্যের ঋণ নিয়ে গত বৃহস্পতিবার সতর্ক করেছিল রিজার্ভ ব্যাংক | বিশেষত পশ্চিমবঙ্গ কেরাল বিহার এবং পাঞ্জাবকে | ডেপুটি গভর্নর মাইকেল দেবব্রত পাত্রের প্রবন্ধ লেখা ছিল এইসব রাজ্যগুলির বাড়তি খরচ কমিয়ে পরিস্থিতি সামলানোর কথা |
অর্থনীতিবিদদের একাংশ জানাচ্ছে করোনায় ধাক্কা খাওয়া মানুষদের সাহায্য করতে অনেক ব্যয় হয়ে গেছে রাজ্যের | এছাড়াও রাজ্যের অর্থনীতিবিদ অভিরূপ সরকার এর মতে ‘‘২০১১-১২ সাল থেকেই রাজ্যের অভ্যন্তরীণ উৎপাদনের সাপেক্ষে কমছে ঋণের পরিমাণ।”
রাজ্যের বিভিন্ন প্রকল্পে অনেক ব্যয় হয়ে গেছে, সেগুলো কি করে কমিয়ে ঋণের পরিমাণ একটু কমিয়ে আনা যায় সে বিষয়েও রাজ্য কে ভাবা উচিত | অনেক প্রকল্প এমন আছে যেগুলি গরিব মানুষদের দেওয়া খুবই দরকার এবং গরিবরা পাচ্ছেও কিন্তু রাজ্য সরকার সত্যি যাদের প্রয়োজন তাদেরকে বেছে সাহায্য করলে রাজ্যের ভবিষ্যতে অর্থনৈতিক ক্রাইসিস আসার কোন সুযোগ থাকবেনা |