Startup: ভারতের এই পাঁচ শহর এগিয়ে বিশ্বের স্টার্টআপ তালিকায়

সারাবিশ্বে সেরা ১০০ স্টার্টআপ শহরের তালিকায় ভারতের পাঁচটি শহর জায়গা করে নিয়েছে । আর খুব দ্রুত বেগে বেড়ে চলছে ভারতে স্টার্টআপ সংস্কৃতি।

স্টার্টআপ ইকোসিস্টেম রিপোর্ট অনুসারে বেঙ্গালুরু সেরা ১০০ শহরের মধ্যে জায়গা করে নিয়েছে ১০ টী শহর এবং অষ্টম স্থান লাভ করেছে । দিল্লির স্থান একটু পিছিয়ে রয়েছে ১৩ তম স্থানে ।

রিপোর্ট অনুসারে পুনে স্থান পেয়েছে ৯০ তম, হায়দ্রাবাদ ৯৭ তম এর সাথেই চেন্নাই রয়েছে ১০২ তম স্থানে । এবছর বেঙ্গালুরু এবং সংঘাই এর পার্থক্য অনেক কমে গেছে। এটি অনুমান করা যায় তথ্য অনুযায়ী ২০২১ সালে শংঘাই এর স্কোর বেঙ্গালুরুর থেকে ৬৬ শতাংশ বেশি ছিল কিন্তু সে পার্থক্য এবছর অনেক কমে নেমে এসেছে ১২ শতাংশে । রিপোর্ট অনুযায়ী বেঙ্গালুরুর পারফরম্যান্স যদি এমনই থাকে তাহলে শংঘাই এর জন্য খুবই খারাপ দিন আসতে চলেছে পরের বছরই ছাপিয়ে যেতে পারে বেঙ্গালুরু

চিত্র: unsplash
ভারতের অবস্থান কি ?

স্টাট আপ ইকোসিস্টেম রিপোর্ট অনুযায়ী এখন ভারত রয়েছে ১৯ তম স্থানে । এর ফলে রেঙ্ক এসে দাঁড়িয়েছে চতুর্থ স্থানে, সম্পূর্ণ এশিয়া মহাদেশের মধ্যে। চীন রয়েছে তৃতীয় স্থানে আর দ্বিতীয় স্থানে অস্ট্রেলিয়া । আর প্রথম স্থান আপনি আন্দাজ করতেই পারছেন।

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.